ঝালকাঠিতে শেষ হয়েছে নন্দিতা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আজ শনিবার বিকেলে জেলা শহরের টেনিস মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এতে দ্বৈত গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে তুবা এবং মিতালী । রানারআপ হয়েছে তানজিলা এবং মাহিয়া৷ এককে চ্যাম্পিয়ন হয়েছে ইলমি এবং রানারআপ হয়েছে মারিজ ৷
খেলা শেষে ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদ হোসেন খান, শিক্ষক শিরিন সারমিনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শহরের হরচন্দ্র সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের দমশ শ্রেণির মেধাবী ছাত্রী নন্দিতা নাথ গত বছর দুরারোগ্য ব্যাধিতে মারা যায়। তার স্মৃতিকে ধরে রাখতে এবং ছাত্রীদের মাঝে খেলাধুলায় অনুপ্রেরণা যোগাতে প্রথম বারেরমত এ টুর্নামেন্টর আয়োজন করে স্কুলটি।
(রায়হান/বাস/ঝাস)
Leave a Reply